You are currently viewing ২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাসে যেতে পারবে শিক্ষার্থী
covid-19 vaccination

২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাসে যেতে পারবে শিক্ষার্থী

২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে যেতে পারবেন সকল শিক্ষার্থীগণ।

তবে এজন্য করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়া থাকতে হবে বলে জনানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ড . দীপু মনি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়া সম্ভব হয়েছে তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেবে।

অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নেবে শিক্ষার্থীরা।’’

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ থেকে ১৭ বছর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের এক কোটি ২৮ লাখ শিক্ষার্থীর মধ্যে এক কোটি ২৬ লাখের বেশি শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে।

দ্বিতীয় ডোজ পেয়েছে ৩৪ লাখের বেশি শিক্ষার্থী। ১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে তাদেরও টিকাদানের ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড . দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো চাইলে ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেয়ার ক্ষেত্রে নিজেদের মতো করে পদক্ষেপ নেবে।’

This Post Has One Comment

  1. Good day! I just wish to give you a huge thumbs up for your excellent information you have got here on this post. I am coming back to your blog for more soon. Good day! I just wish to give you a huge thumbs up for your excellent information you have got here on this post. I am coming back to your blog for more soon. נערות ליווי בחולון

Leave a Reply