You are currently viewing ২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপ

২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপ

আর মাত্র তিন দিন পর ২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এরপরই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। ২০ নভেম্বর কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইকুয়েডর। এবারের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

কি থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

উদ্বোধনী অনুষ্ঠান হবে আল বাইত স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। দর্শকদের বিনোদন দেবেন বিশ্বখ্যাত জনপ্রিয় শিল্পী ও সঙ্গীতজ্ঞরা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন গায়িকা লিল বেবি এবং বলিউড সুপারস্টার নোরা ফাতেহি। লিল ববি বিশ্বকাপের ২২ তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন। এই গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। এ ছাড়া মঞ্চে নেবে জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।

মাসকট শো

চলতি বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লাইব। লা’ইব একটি আরবি শব্দ। এর অর্থ ‘সুপার-স্কিলড প্লেয়ার’ বা ‘হাইলি স্কিল্ড প্লেয়ার’।

উদ্বোধনী অনুষ্ঠানটি ৪৫ মিনিটের আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হবে। এরপরই মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।

Leave a Reply