১শ কোটি টাকার লটারি জিতেছেন প্রবাসী বাংলাদেশি রাইফুল
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ৯৮ কোটি ৮০ লাখ টাকার লটারি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রাইফুল (৩৬)। রাইফুল ১২ বছর ধরে আবুধাবিতে বসবাস করেন। তবে তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর রাজা ইউনিয়নের দক্ষিণ চর ঈশ্বর রায় গ্রামে। রাইফুলের বাবা ও মা মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
রাইফুলের স্ত্রী ইশরাত জাহান স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্বামী তাকে ফোনে লটারি জেতার কথা বলেছিলেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি ফোন করেন। এরপর রাইফুলের লটারি জেতার খবর পুরো হাতিয়া উপজেলায় পৌঁছে যায়। খবর পেয়ে অনেকেই তার গ্রামের বাড়িতে ছুটে আসেন।
পারিবারিক সূত্র জানায়, রাইফুলের বড় ভাই বাবুল উদ্দিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে বাড়িতে অসুস্থ। স্থানীয় একটি মসজিদের ইমামতি করেন মেজ ভাই সাইফুল ইসলাম। ছোট ভাই রুবেল উদ্দিন পাঁচ বছর ধরে সৌদি আরবে থাকেন।
রাইফুলের স্ত্রী ইশরাত জাহান জানান, ২০২১ সালের ২৪ মার্চ তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। রাইফুলের বাড়িতে কোনো আবাস নেই। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। আগামী ১০ জানুয়ারি রাইফুলের বাড়ি ফেরার কথা রয়েছে। তিনি জানান, তার স্বামী এখন বাড়িতে আসবেন।
উল্লেখ্য, আবুধাবিতে নতুন বছরের শুরুতে ‘বিগ টিকেট র্যাফেল ড্র’-এ ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কার জিতেছিলেন রাইফুল। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার লটারির ফলাফল ঘোষণা করেন আয়োজকরা। পুরস্কার বিজয়ী রাইফুলের টিকিটের নম্বর ০৪৩৬৭৮। তিনি গত ১০ ডিসেম্বর টিকিটটি কিনেছিলেন।
রাইফুল আল আইনের একটি কোম্পানিতে পিকআপ চালক হিসেবে কাজ করেন। তিনি ৯ বছর ধরে টিকিট কিনছেন। যে টিকিটটিতে তিনি পুরস্কার জিতেছিলেন সেটি অনলাইনে কিনেছিলেন ২০ জন বন্ধু। তারা সবাই এখন পুরস্কারের টাকা ভাগ করে নেবে।
আবুধাবি বিমানবন্দর এবং শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে একটি বড় টিকিট লটারি চালু করা হয়েছিল। প্রতি মাসে লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কারের অর্থের মূল্যও প্রতি মাসে পরিবর্তিত হয়।
4l3uq0
gba0mj