রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য সমস্যার কারণে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান পুতিন। ৭০ বছর বয়সী রাশিয়ান নেতা মস্কোতে তার সরকারী বাসভবন থেকে দুর্ভাগ্যজনকভাবে পড়েছিলেন।
২ ডিসেম্বর, নিউ ইয়র্ক পোস্ট “জেনারেল এসভিআর” নামে একজন প্রাক্তন রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। বলা হচ্ছে, চলতি সপ্তাহে মস্কোতে তার বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। সে কয়েক ধাপ নিচে নেমে গেল। পেটের ক্যান্সারের কারণে, পুতিন অনিচ্ছাকৃতভাবে মলত্যাগ করে তার কাপড় ময়লা করেছিলেন।
নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সাহায্যে ছুটে আসেন। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকেই পুতিনের শারীরিক সমস্যা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।