সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ শিবির সঙ্গীকে আটক করেছে পুলিশ। তাদের একজন মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাস ক্যাম্পের সভাপতি।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ থানার লাকাকোনা গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে বায়তুলমাল সম্পাদক কাউছার হামিদ (২২), তারাপুর ক্যাম্পাস ক্যাম্পাসের সভাপতি মোঃ কামরুল হাসান (২৪), কুলাউড়া থানার বুকশী মইল গ্রামের চেরাগ মিয়ার ছেলে মো. স্টেশন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পশ্চিম বড়চর গ্রামের মোঃ আকবর আলী। ছেলে ক্যাম্পের সাথী এজি এম সাব্বির (১৯), গোলাপগঞ্জ থানার বগলা গ্রামের মোঃ মঈন উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (২০) এবং কুলাউড়া থানার মনসুর কাদিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (২০)।
পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে জালালাবাদ থানা পুলিশের একটি দল শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারাপুর ক্যাম্পাসের সভাপতি ও সেক্রেটারিসহ ৫ শিবির সঙ্গীকে আটক করে। রোববার তাদের জালালাবাদ থানার ৫ নং বিস্ফোরক মামলায় (০৭-০৪-১৫) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সড়কে একটি গাড়ি অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে ৫ (০৭-০৪-১৫) মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ওইদিন ঘটনার সময় গ্রেফতারকৃত আসামিরা সরাসরি উপস্থিত থেকে তদন্তে ঘটনাটি ঘটিয়েছে। আটকরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।