You are currently viewing সিলেটে বিএনপির গণসমাবেশ আজ
সংগৃহীত ছবি

সিলেটে বিএনপির গণসমাবেশ আজ

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির গণসমাবেশ আজ শনিবার (১৯ নভেম্বর)। এরই মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা নগরীর আলিয়া মাঠে অবস্থান নিতে শুরু করেছেন।

বিএনপির নেতারা বলছেন, সব বাধা উপেক্ষা করে জনসভা জনসভায় রূপ নেবে। নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সিলেটে সমাবেশের পর ২৬ নভেম্বর কুমিল্লা ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে। অবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।

এর আগে ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসভা হয়। আওয়ামী লীগ বলছে, কর্মসূচির নামে বিশৃঙ্খলা হলে তা শক্ত হাতে দমন করা হবে।

Leave a Reply