সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৩৭ হাজার ৫৭৪ জন। বুধবার দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের ৩১ ডিসেম্বর ২০২২ সালের আগে সিভিল সার্জন কর্তৃক জারি করা সমস্ত শংসাপত্রের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের তিনটি কপি, পুলিশ ভেরিফিকেশন ফর্ম (যথাযথভাবে পূরণ করা), স্বাস্থ্য ফিটনেস সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০ অক্টোবর, ২০২০ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী আবেদন করেন।
লিখিত পরীক্ষায় প্রথম ধাপে ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন।