You are currently viewing রিজভীসহ ৪৩৯ নেতাকর্মীকে কারাগারে আটক
রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ-ছবি সংগ্রহীত

রিজভীসহ ৪৩৯ নেতাকর্মীকে কারাগারে আটক

রাজধানীর পল্টন মডেল থানায় মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৯ নেতাকর্মীকে আটকের আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে দলের ১১ নেতাকর্মীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হবে।

এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। উদ্দিন চৌধুরী। এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

এর আগে রাজধানীর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বৃহস্পতিবার বিকেলে বলেন, নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় মামলা হয়েছে। বুধবারে. এ ঘটনায় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনের নামসহ আসামি করা হয়েছে বিএনপির দেড়শ থেকে দুই হাজার নেতাকর্মীকে।

Leave a Reply