You are currently viewing যমজ ৩ সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী
যমজ ৩ সন্তান

যমজ ৩ সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী

টাঙ্গাইলের ঘাটাইলে একসঙ্গে যমজ তিন সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ। গতকাল রাত ১০টায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ তিন সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। রুমা আক্তার দিগার ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী শরীফ উদ্দিনের স্ত্রী।

দিগড় ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে যমজ তিন সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার। বর্তমানে শিশুটিকে নিয়ে মা পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি দেশবাসীকে তাদের সন্তানদের জন্য দোয়া করতে বলেছেন। একসঙ্গে তিন সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদি ও আত্মীয়-স্বজনরাও খুশি। তবে তিন নবজাতক শিশুর নাম এখনো জানা যায়নি।
এ বিষয়ে নবজাতকের বাবা প্রবাসী শরীফ উদ্দিন বলেন, আল্লাহ আমাকে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন। আশা করি দুই ছেলে ও একটি মেয়েকে মানুষ করতে সমস্যা হবে না। আল্লাহ আমাকে সুস্থ রাখলে পুরো পরিবারকে একসাথে বড় করতে পারব।

Leave a Reply