পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাসুদ বিন মোমেন ৩১ ডিসেম্বর ২০১৯-এ পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। তার কর্মজীবনে একজন কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।
মাসুদ বিন মোমেন এর আগে জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)-এর স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (ফরেন ক্যাডার) সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

মেয়াদ বাড়ালো পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের