You are currently viewing মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ
ছবি সংগৃহীত

মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলার পর ১৯ জন উপাসককে অপহরণ করা হয়। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। এএফপির খবর।

দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেছেন, গত শনিবার কাটসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা গুলি চালিয়ে ইমাম ও অন্যান্য মুসল্লিদের আহত করে।

তিনি আরও বলেন, আমাদের বাহিনী ডাকাতদের তাড়াতে পাঠানো হয়েছে। তারা ৬ জন মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ১৩ জনকে উদ্ধারে অভিযান চলছে। তিনি জানান, গুলিতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এসব অপরাধী স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার বাসিন্দারা তাদের কার্যকলাপের কারণে অরক্ষিত থাকে। এই দস্যুরা অভিযান চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে এবং লুটপাটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

Leave a Reply