You are currently viewing বাম ঐক্যের সঙ্গে সংলাপ করবে বিএনপির

বাম ঐক্যের সঙ্গে সংলাপ করবে বিএনপির

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপ করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। মঙ্গলবার বেলা ১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত থাকার কথা রয়েছে। অপরদিকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক শামসুল আলমসহ প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।

Leave a Reply