You are currently viewing বাংলা আর্টিকেল লিখে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা
বাংলা আর্টিকেল লিখে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা

বাংলা আর্টিকেল লিখে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা

বাংলা আর্টিকেল লিখে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা

বাংলা আর্টিকেল লিখে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা। আপনি কি ঘরে বসে বাংলা আর্টিকেল লিখে ইনকাম করতে চান । কিভাবে বাংলা ব্লগিং করে উপার্জন করবেন….মসজিদ বিডি ওয়েবসাইট বাংলায় ব্লগিং করে ইনকাম করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম একটি। বাংলায় লেখালেখি করে আয় করুন ১০০% পেমেন্ট এর ভরসাযোগ্য ওয়েবসাইট #MosqueBD।

আমাদের সাইটে মূলত আপনি যে বিষয়ে লিখবেন তা পোস্ট ক্যাটাগরিতে পেয়ে যাবেন। তাই আপনার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করুন।

সুন্দর একটি আর্টিকেল লিখতে যা যা দরকার :

একটি মানসম্পন্ন নিবন্ধ বা ব্লগ এন্ট্রি রচনা করার জন্য কয়েকটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। যা নিম্নে আলোচনা করা হলো। MosqueBD-এ নিবন্ধ বা ব্লগ এন্ট্রি রচনা করার সময় এই ফোকাসগুলি মনে রাখার চেষ্টা করুন।

Title :

বৈধ এবং চমৎকার একটি শিরোনাম থাকা উচিত।

যেহেতু আপনার শিরোনাম সিদ্ধান্ত নেবে যে ব্যবহারকারীরা আপনার নিবন্ধের বাকি অংশটি পড়বেন কিনা।

Intro:

বেশ সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে রচনা শুরু করুন।

Focus Keyword: 

ফোকাস কীওয়ার্ডকে সামনে রেখে সম্পূর্ণ লেখায় এই একটি বিষয়েরই আলোচনা বিদ্যমান থাকবে।

গবেষণা :

কোনো বিষয়ে লেখার আগে সে বিষয়ে যথেষ্ট গবেষণা করে নিন।

পাঠক বান্ধব:

লেখা সহজ সাবলীল হবে। শুদ্ধ বানানে চলিত ভাষায় লিখতে হবে। ছোট ছোট অংশে বা প্যাসেজে লিখুন যা পাঠক বান্ধব। 

উপ-শিরোনাম :

লেখায় কয়েকটি উপশিরোনাম (যেমন-H2, H3,… ) ব্যবহার করুন সমস্ত পাঠ্যের মাধ্যমে যা ওয়াচওয়ার্ডের সাথে তুলনা করে।

ছবি যোগ করুন :

সম্পর্কিত ছবি বা ইনফোগ্রাফ ব্যবহার লেখার মানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।

দরকারী :

রচনা জ্ঞানমূলক হতে হবে। তথ্যবহুল লেখা সকল ক্ষেত্রে প্রশংসনীয়।

অপ্রয়োজনীয়তা:

কম্পোজিশনের দৈর্ঘ্য বাড়াতে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা উচিত নয়।

শেষ কথা :

লেখা/রচনা একটি আনন্দদায়ক ও সুন্দর পরিসমাপ্তির মধ্য দিয়ে লেখা শেষ করতে হবে।

রেফারেন্স :

মূল পাঠ্যের সমাপ্তির দিকে প্রয়োজনীয় তথ্যসূত্র সংযোজন করবেন।

সর্বোপরি পাঠকের কথা মাথায় রেখেই লিখতে হবে। আপনার সময় যেমন মূল্যবান, তেমনি পাঠকের সময়ও মূল্যবান। অতএব, উদ্দেশ্য হবে পাঠক আপনার লেখা থেকে কিছু লাভ করবেন।

MosqueBD সাইটে আপনার নিবন্ধটি পেতে যোগাযোগ করুন।

Leave a Reply