প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ নভেম্বর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে ওইদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফল প্রণয়নের সব কাজ শেষ হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশ করা হবে।

২০ অক্টোবর, ২০২০, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭ শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে এ বছর কয়েক দফায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply