You are currently viewing বগুড়ায় মসজিদের ছাদে পতাকা টাঙাতে গিয়ে ছেলের মৃত্যু
বগুড়া জেলার ম্যাপ

বগুড়ায় মসজিদের ছাদে পতাকা টাঙাতে গিয়ে ছেলের মৃত্যু

বগুড়ায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজার রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে সাফি (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু বরণ করেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার দিঘাকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাফি দীঘলকান্দি তরফদারপাড়ার মাহফুজার রহমান ওরফে মোফাজ্জলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। আহত মাহফুজার রহমান ওরফে মোফাজ্জল তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টাঙাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় সাফি তার বাবাকে বাঁচাতে যায়। পরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন বাবা মোফাজ্জল। মোফাজ্জলকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সারিয়াকান্দি থানার এসআই খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply