You are currently viewing নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত
আজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ২০১৩ সালে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি সুমনের বাড়িতে যান। সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা লিকা জনসনও উপস্থিত ছিলেন।

সুমনের বাড়ি থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে সুমনের পরিবার কিছু জানায়নি।

সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, “সরকার বারবার মিথ্যা আখ্যা দিয়ে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে। এখন হয়তো তারা প্রকৃত তদন্ত শুরু করবে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সুমনের বাসায় গেলে বাইরে জড়ো হন ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। মার্কিন রাষ্ট্রদূত সুমনের বাসা থেকে বের হলে ৪৫ বছর আগের নিখোঁজ এবং সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্মারকলিপি দেয় সংগঠনটি।

সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন ৩৮ নং ওয়ার্ড কমিটির (বর্তমানে ২৫ নং ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় তার খালার বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় র‌্যাব। এরপর থেকে নিখোঁজ এই বিএনপি নেতা।

Leave a Reply