নারীর ক্ষমতায়ন বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্রসচিব
দেশে নারীর ক্ষমতায়ন বাড়াতে এবং শান্তি ও নিরাপত্তা প্রক্রিয়ায় নারীর অর্থপূর্ণ অংশীদারত্ব নিশ্চিত করতে সরকার বহু আগ থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
রোববার (৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন ওমেনের যৌথ আয়োজনে ‘নারী, শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত কর্মপরিকল্পনা ওপর একটি কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে ইউএন ওমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলী সিং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময়ে মানুষের জীবন মানোন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের দিকে আলোকপাত করেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, সহিংস উগ্রবাদ মোকাবিলা, বাল্যবিয়ে হ্রাস ও সাম্প্রদায়িক ঐক্য বাড়াতে নারীর কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করতেই এ কর্মশালার আয়োজন। জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডার কার্যকর বাস্তবায়নে নারীর সমান ভূমিকার গুরুত্ব নিয়ে কথা বলেন কর্মশালায় অংশ নেওয়া অন্যান্য বক্তারা। সব অংশীজনেরা যাতে এ এজেন্ডা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘও নিজেদের কর্মকাণ্ড কর্মশালায় তুলে ধরেন। এ সময়ে জাতীয় কর্মপরিকল্পনাও পর্যালোচনা করেন অংশগ্রহণকারীরা।