You are currently viewing তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাতে তামিম ইকবাল ও তার স্ত্রী

তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার

তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর তামিম ইকবাল তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। দেড় মাসের ছুটি শেষে এশিয়া কাপে খেলবেন অধিনায়ক হিসেবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অপ্রত্যাশিতভাবে অবসরের ঘোষণা দেওয়ায় দেশ-বিদেশ জুড়ে ঝড় তোলেন ক্রিকেটপ্রেমিরা। তামিম বৃহস্পতিবার, ৬ জুলাই দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

অভিমান-ক্ষোভের এই পর্যায়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠান তামিমকে। তার ডাক পেয়ে মিনহাজুল আবেদীন নান্নুকে  নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসে পৌঁছান তামিম। 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়াও ছিলেন  বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, “আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।”

Leave a Reply