You are currently viewing চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বিএনপি : কাদের
ওবায়দুল কাদের

চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বিএনপি : কাদের

সন্ত্রাসের রাজত্ব টিকিয়ে রাখতে বিএনপি আবারও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জনগণ বিদ্বেষ নিয়ে প্রত্যাখ্যান করেছে। আর জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে প্রতিহিংসার নেশায় কয়েকবার সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে বিএনপি। সেই সন্ত্রাসের তাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, তাদের সমাবেশ শান্তিপূর্ণ ছিল। অর্থাৎ সরকার এই সমাবেশে বাধা দেয়নি। এ উপলক্ষে বিএনপি যেন সন্ত্রাসী কর্মকাণ্ড না করে সেদিকে সরকার সতর্ক ছিল। তিনি বলেন, জনগণ ভালো করে জানে তারা কোথায়, বিএনপি আমলে কোথায় ছিল?

এক শতাব্দীরও বেশি সময় ধরে শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ সব আর্থ-সামাজিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশ্বসভায় এটি একটি স্ব-মর্যাদাশীল জাতিরাষ্ট্র হিসেবে অনন্য মর্যাদায় অভিষিক্ত হয়েছে। তাই দেশের মানুষ নিশ্চয়ই বিএনপির সেই বন্ধ্যা, সমৃদ্ধ, অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে জনগণকে শান্তি ও নিরাপত্তা দেওয়া। শান্তি ও নিরাপত্তার পাশাপাশি সরকার চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জনগণকে ত্রাণ দিয়ে যাচ্ছে। তথ্যের অবাধ প্রবাহের এই যুগে বৈশ্বিক সংকটের প্রভাব কতটা গভীর তা দেশের মানুষ ভালো করেই জানে এবং সরকার তা মোকাবেলায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জনগণ রাগ করেনি। বরং এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

Leave a Reply