You are currently viewing ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত এসআই
গ্রেপ্তার মেহেদী হাসান। সংগৃহীত ছবি

ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত এসআই

ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হলেও বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বরিশাল নগরীর এক নারীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র। নগরীর সোয়ে রোড বাকলার মোড়ের পাশে মন্টু ঘোষের বাড়ির তৃতীয় তলায় থাকেন এসআই মেহেদী।

সূত্র জানায়, এসআই মেহেদী হাসানের নামে ওই নারীর আপত্তিকর ছবিসহ চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ওই নারী মঙ্গলবার এসআইয়ের নামে ফৌজদারি মামলা দায়ের করেন। মামলার আগে ওই নারীর অভিযোগ নিশ্চিত করতে ফাঁদ পাড়েন পুলিশ কর্মকর্তারা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মেহেদীর কাছে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী টাকা তুলতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। আজ বিকেলের মধ্যে তাকে কারাগারে পাঠানো হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে বরিশালের জেলা প্রশাসক (দক্ষিণ) আলী আশরাফ ভুনা বলেন, এসআই মেহেদী হাসানের নামে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেফতার হওয়ার সাথে সাথে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে মাসখানেক আগে অপর এক নারীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানার এসআই আবুল বাশারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply