গলাচিপা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সদর ভূমি কার্যালয়ের পুকুর ঘাটে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এসময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা ফেলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করে। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা শহরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (গলাচিপা সার্কেল) মো. মোরশেদ তোহা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।
এদিকে বৃহস্পতিবার গলাচিপা থানায় অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় চিকনিকান্দি ইউনিয়নের যুব কর্মী মাসুদ রানাকে আটক করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ককটেল বিস্ফোরণের বিষয়ে গলাচিপা সদর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, বুধবার সোয়া ১০টার দিকে অফিসে কাজ করছিলাম। এ সময় পুকুরে বিকট শব্দ হয়। প্রথম চিন্তা হল বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ। পরে বুঝতে পারি অন্য কোনো ঘটনা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গলাচিপা সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে তিনটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে তিনটি ককটেল বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।