You are currently viewing ক্ষেপণাস্ত্র-সজ্জিত রণতরী পাঠালেন পুতিন

ক্ষেপণাস্ত্র-সজ্জিত রণতরী পাঠালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটলান্টিক ও ভারত মহাসাগরে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট পাঠিয়েছেন। ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ নিয়েছেন।

পুতিন বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাডমিরাল গোর্শকভ যুদ্ধজাহাজের উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ফ্রিগেট কমান্ডার ইগর ক্রোখমালও উপস্থিত ছিলেন।

যুদ্ধ শুরুর নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেছিলেন, ‘এই জাহাজে রয়েছে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ‘জিরকন’। এর সাথে তুলনীয় কিছু নেই।’

তিনি বলেন, আশা করি কলাকুশলীরা মাতৃভূমির কল্যাণে কাজ করবেন।

শোইগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে যাবে।

তিনি বলেন, এটি সমুদ্রে ও স্থলে শত্রুর ওপর সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলা চালাতে সক্ষম।
তিনি বলেন, হাইপারসনিক মিসাইল যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। এর পরিধি এক হাজার মাইলেরও বেশি।

হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ভ্রমণ করতে পারে।
গত বছর রাশিয়া যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে জিরকন পরীক্ষা করেছে। হাইপারসনিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে জিরকন তৈরি করেছে রাশিয়া।

শোইগু বলেন, মিশনটির মূল লক্ষ্য হবে রাশিয়ার হুমকি মোকাবেলা করা এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা।
সূত্র: আল জাজিরা

Leave a Reply