You are currently viewing কিশোরগঞ্জের জেলা প্রশাসক হলেন আবুল কালাম আজাদ

কিশোরগঞ্জের জেলা প্রশাসক হলেন আবুল কালাম আজাদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই আদেশে কিশোরগঞ্জসহ ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পী এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন।

এদিকে একই আদেশে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি করা হয়েছে।

এর আগে, ৩ জানুয়ারী, ২০২১, তিনি কিশোরগঞ্জ জেলায় জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। বুধবার (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জে শেষ কর্মদিবস কাটিয়েছেন তিনি।

Leave a Reply