You are currently viewing কাল থেকে শুরু বিপিএলের নবম আসর
ছবি : সংগ্রহীত

কাল থেকে শুরু বিপিএলের নবম আসর

কাল থেকে শুরু বিপিএলের নবম আসর

রাত পোহালে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। লক্ষ্য একটাই,  শিরোপা জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)২০১২ সালে বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের পর যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে, টুর্নামেন্টটি পরপর দুই বছর অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ফিক্সিং কেলেঙ্কারির কারণে ২০১৪ সালে ইভেন্টটি বাতিল করা হয়েছিল। 

করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ ও ২০২১ সালে আবার বিপিএল আয়োজন করা সম্ভব হয়নি। তবে ২০২২ সালে আবারও মাঠে নামছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু কিছুদিন পর এমন বিরতিতে রং হারাতে শুরু করে লিগ। যার চূড়ান্ত ফল দেখা যাচ্ছে চলতি মৌসুমে।

এখন পর্যন্ত বিপিএলের আটটি আসর খেলা হলেও মোট চারটি দল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকানা ভিন্ন হলেও শিরোনাম চারটি শহরের নামে। যেখানে ঢাকা ও কুমিল্লা তিনটি করে শিরোপা জিতেছে। একটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ও রাজশাহী।

কে কোন ইভেন্টে চ্যাম্পিয়ন: ২০১২ (ঢাকা গ্ল্যাডিয়েটর্স)। ২০১৩ (ঢাকা গ্ল্যাডিয়েটরস)। ২০১৫ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। ২০১৬ (ঢাকা ডায়নামাইটস)। ২০১৭ (রংপুর রাইডার্স)। ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। ২০১৯-২০ (রাজশাহী রয়্যালস)। ২০২২ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

এবারের আসরে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পায়নি রাজশাহী। স্বতন্ত্রভাবে শীর্ষ শিরোপা জয়ের সুযোগ রয়েছে কুমিল্লা ও ঢাকার সামনে। তবে রংপুর এ নিয়ে কথা বলবে না। তারাও তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চাইবে।

অন্যদিকে, এখনো শিরোপার স্বাদ না পাওয়া বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রামের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। তবে কে হাসে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত।

This Post Has 2 Comments

Leave a Reply