কাতার এখন পতাকার রাজধানীতে পরিনত হয়েছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু শুধু কয়েক দিন বাকি। ইতিমধ্যেই বদলে গেছে দেশের পুরো চিত্র। শুধু বিশ্বকাপকে ঘিরেই বদলে গেছে দেশের অর্থনীতি। চেহারা বদলে গেছে।
বিশ্বকাপের পর একটি বাণিজ্যিক ও পর্যটন নগরীতে পরিণত করার জন্য লুসিল সিটিকে পুনর্নির্মাণ করা হচ্ছে। শুধু বিশ্বকাপের মেজাজ বাড়াতে ভক্তরা পছন্দের দলের পতাকা দিয়ে সাজিয়েছেন বাণিজ্যিক নগরীর নাজমা সৈক খারাজ মার্কেটসহ বিভিন্ন স্থান। বিশ্বকাপের মেজাজ বাড়াতে আল মহানদী গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যক্তিগত উদ্যোগে শত শত পতাকা টাঙানো হচ্ছে।
এবারের বিশ্বকাপে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। ২০ নভেম্বর কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। এবারের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।