You are currently viewing ওসমানীনগরে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ওসমানীনগরে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে যুবলীগের কেক কাটার অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি এইচটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহসহ ২৪ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গোয়ালাবাজার ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা দয়ামীর বাজার থেকে আটক ছাত্রদল নেতা উপজেলার ইছামতি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ফয়ছল আহম লিমন (২৭) ও বিএনপি কর্মী রবিদাস সোনারপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে নুরুল ইসলামকে (৩২) মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ওসানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার আটক দুইজন যুবলীগ নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পত্নী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগরের বিভিন্ন এলাকায় আগামী ১৯ নভেম্বরের সিলেটের বিভাগীয় মহাসমাবেশের প্রচারপত্র বিলি করতে আসেন। বিকেলে উপজেলার স্থানীয় উত্তর গোয়ালাবাজারের নিউ প্লাজার সামনে প্রচারপত্র বিলি করতে গেলে সেখানে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা আগে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠান করতে জমায়েত হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে যুবলীগ। ওই অভিযোগে আজ বুধবার গোয়ালাবাজার ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া বাদী হয়ে বিএনপির ৩০০ জন নেতাকর্মীকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply