You are currently viewing ওমরাহ হজ্ব নিয়ে সৌদির নতুন নির্দেশনা
ওমরাহ হজ্ব নিয়ে সৌদির নতুন নির্দেশনা

ওমরাহ হজ্ব নিয়ে সৌদির নতুন নির্দেশনা

ওমরাহ হজ্ব নিয়ে সৌদির নতুন নির্দেশনা

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গমনে ইচ্ছুকদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে এবং সৌদিতে এসে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে। 

শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার থেকে সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

খবরে বলা হয়, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

This Post Has One Comment

  1. Good day! I just wish to give you a huge thumbs up for your excellent information you have got here on this post. I am coming back to your blog for more soon. Good day! I just wish to give you a huge thumbs up for your excellent information you have got here on this post. I am coming back to your blog for more soon. נערות ליווי בחולון

Leave a Reply