You are currently viewing আপিল বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ
high-court

আপিল বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ পেয়েছেন।

নতুন তিন বিচারপতি হলেন, বিচারপতি মো: আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। বিকাল ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন।

Leave a Reply