আতহার আলী ইসলামি চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সংসদ সদস্য

আতহার আলী
জন্মগ্রহন :
আতহার আলী ১৮৯১ সালে জন্ম গ্রহন করেন।
আতহার আলী ১৮৯১ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত সিলেটের বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম মৌলভি আজিম খান। আতহার আলী ঝিঙ্গাবাড়ি আলিয়া মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন। এরপর তিনি মুরাদাবাদ কাসেমিয়া, রামপুর আলিয়া মাদ্রাসা, মাজাহেরে উলুম সাহারানপুর ও দারুল উলুম দেওববন্দে উচ্চশিক্ষা অর্জন করেছেন।
তিনি মাওলানা আশরাফ আলি থানভির ছাত্র ছিলেন।
তিনি ছিলেন একজন বাঙালি ইসলামি চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সংসদ সদস্য।
নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি।
তার নেতৃত্বে নেজামে ইসলাম ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদে তিনিসহ ৪টি জাতীয় পরিষদে ৩৬ আসন লাভ করে।
তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং আইয়ুব খান বিরোধী আন্দোলন ছাড়াও তিনি প্রতিটি জাতীয় সংগ্রামে অংশ গ্রহণ করেন।
তার লেখা বইয়ের মধ্যে রয়েছে-
- পর্দা ও ইসলাম
- আল-ওজরু ওয়ান নুযরু
- ইসলামী শাসন কেন চাই?
- বাস্তব ক্ষেত্রে সমাজতন্ত্র
- ইসলামে অর্থবন্টন ব্যবস্থা
মৃত্যুবরণ :
১৯৭৬ সালের ৬ অক্টোবর ময়মনসিংহ দারুল উলূম মাদ্রাসায় আতহার আলী মৃত্যুবরণ করেন। তারই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়ার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
তার জানাজার নামাজ পড়ান আল্লামা ফয়জুর রহমান।
যিনি ময়মনসিংহ বড় মসজিদের ইমাম/খতিব ছিলেন।
9rwmwd