About Mosque BD:

If you like mosques and religion, this is the page about that topic. Mosque ‍about are the heart of various religious functions of Muslims. Apart from prayer, teaching, information sharing and dispute resolution are also done here. In terms of mosque about excellence, the Kaaba or Masjid al-Nababi has evolved greatly from the simple open courtyard mosque of the seventh century.  mosque, Arabic masjid or jāmiʿ, any house or open area of prayer in Islam. The Arabic word masjid means “a place of prostration” to God, and the same word is used in Persian, Urdu, and Turkish. Two main types of mosques can be distinguished: the masjid jāmiʿ, or “collective mosque,” a large state-controlled mosque that is the centre of community worship and the site of Friday prayer services; and smaller mosques operated privately by various groups within society.
The first mosques were modeled on the place of worship of the Prophet Muhammad—the courtyard of his house at Medina—and were simply plots of ground marked out as sacred. Though the mosque as such has undergone many architectural changes, the building remains essentially an open space, generally roofed over, containing a miḥrāb and a minbar, with a minaret sometimes attached to it. The miḥrāb, a semicircular niche reserved for the imām to lead the prayer, points to the qiblah—i.e., the direction of Mecca. The minbar, a seat at the top of steps placed at the right of the miḥrāb, is used by the preacher (khaṭīb) as a pulpit. In the early days of Islam the rulers delivered their speeches from the minbar. Occasionally there is also a maqsūrah, a box or wooden screen near the miḥrāb, which was originally designed to shield a worshipping ruler from assassins. Mats or carpets cover the floor of the mosque, where the ritual prayer (ṣalāt) is performed by rows of men who bow and prostrate themselves under the imām’s guidance.

মসজিদ অর্থ সিজদার স্থান, আল্লাহর ঘর

 (Holy place, House of worship, Place of worship).

মসজিদ ইসলামী সমাজের প্রাণকেন্দ্র এবং একটি পবিত্রতম স্থান। ইসলামী সমাজ ব্যবস্থায় মসজিদ একাধারে ইবাদত-বন্দেগীর স্থান, সামাজিক ও ধর্মীয় মিলনায়তন, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, বিচার ও সম্প্রীতি লেন-দেনের মিডিয়া, নেতৃত্ব ও আনুগত্যের সূতিকাগার। সমাজ জীবনে মসজিদের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। মসজিদ শুধু ইবাদত উপাসনার স্থান নয় বরং তা মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।

মসজিদ সমাজের সাংস্কৃতিক, ঐক্য-সংহতির কেন্দ্রভূমি। 

মুসলিম জাতির ঈমান-আকীদা ইবাদত বন্দেগী হতে আরম্ভ করে তাদের শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞান চর্চা, শাসন-সংস্কার, রাষ্ট্র পরিচালনা, গবেষণা, সমস্যা ও সামাধান চিন্তা এবং বাস্তবায়ন ও কার্যকরী করার কেন্দ্ররূপে মসজিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম বাংলাদেশের মানুষের প্রধান ধর্ম। 

এ দেশের সর্বাধিক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশে মুসলমান জনসংখ্যা প্রায় ১৪.৮৬ কোটি যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান জন অধ্যুষিত দেশ। 

২০১১ সালের আদমশুমারী অনুসারে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯০.৪% মুসলমান। মুসলমানদের প্রতিদিনের ৫ ওয়াক্ত সলাত আদায়ের জন্য দেশ জুড়ে গড়ে উঠেছে আড়াই লক্ষাধিক মসজিদ। 

রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। এছাড়াও বাংলাদেশে অনেক ঐতিহ্যবাহী ও পুরোনো মসজিদের ইতিহাস রয়েছে। যেমন বায়তুল মোকাররম মসজিদ, চকবাজার শাহী মসজিদ, বাবা আদম মসজিদ, আল্লাকুরি মসজিদ, খেরুয়া মসজিদ, বাঘা মসজিদ, দারাস বাড়ি মসজিদ,ষাট গম্বুজ মসজিদ, কাকরাইল মসজিদ, খনিয়াদিঘি মসজিদ, ছোট সোনা মসজিদ, কুসুম্বা মসজিদ, ইসলামগাঁথী মসজিদ, লালদিঘি নয় গম্বুজ মসজিদ, মিঠাপুকুর বড় মসজিদ, কাদিরবক্স মন্ডল মসজিদ, সিঙ্গাইর মসজিদ, মসজিদকুঁড় মসজিদ, কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, মমিন মসজিদ, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা, শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ, ওয়ালী খান মসজিদ, গয়ঘর মসজিদ, লাউয়াছড়া জামে মসজিদ, শাহ জালালশাহ জালাল দরগাহ মসজিদ, পাগলা জামে মসজিদ, তারা মসজিদ এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অনেক উল্লেখ্যযোগ্য মসজিদ রয়েছে। অনেক মসজিদ নিয়ে রূপকথাও রয়েছে। এসকল মসজিদ সম্পর্কে রয়েছে মুসলমানের নানা কৌতুহল। ২০০৮ সালের একটি নিরীক্ষা অনুযায়ী,ঢাকায় মোট মসজিদ সংখ্যা ৫৭৭৬ টি।

আর (Mosque BD) আমাদের মূল লক্ষ হচ্ছে দেশের মানুষের নিকট এই সকল মসজিদকে নতুন ভাবে পরিচয় করিয়ে দেয়া ও এ সকল মসজিদের তথ্যাদি উপস্থাপন।

Islamic Songs

Baitul Mukarram National Mosque National Mosque of Bangladesh. 

The mosque is located in Paltan, the heart of the capital Dhaka. The construction work of the mosque was completed in 1986. Its architectural style is very beautiful. 

The construction of the mosque was initiated by Latif Bawani, a prominent Pakistani industrialist at the time, and his nephew Yahya Bawani.

বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, পল্টনে অবস্থিত। 

১৯৬৮ সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। 

ততকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়।

কালিমা তাওহীদ
কালিমা তাওহীদ আরবি : لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْى وَ يُمِيْتُ وَ هُوَحَىُّ لَّا يَمُوْتُ اَبَدًا اَبَدًا ط ذُو الْجَلَالِ وَ الْاِكْرَامِ ط بِيَدِهِ الْخَيْرُ ط وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ ط বাংলা উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া উ মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর। বাংলা অর্থ : আল্লাহ এক আর কোন মাবুদ নেই তিনি এক তার কোন অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগত এবং সকল প্রশংসা তাঁরই। তিনি জীবন হান করেন আবার তিনিই মৃত্যুর কারণ তার হাতেই সব ভাল কিছু এবং তিনিই সৃষ্টির সবকিছুর উপর ক্ষমতাবান।
[4]
Previous
Next