সূরা হুদ আয়াত : ৯-১১

বিপদ কেটে গেলে মানুষ অহঙ্কার করে
আমি মানুষকে নিজের অনুগ্রহভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে। আর যদি তার ওপর যে বিপদ এসেছিল তার পর আমি তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তা হলে সে বলে, আমার সব বিপদ কেটে গেছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহঙ্কার করতে থাকে। এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যারা সবর করে এবং সৎকাজ করে আর তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট প্রতিদানও। -সূরা হুদ, আয়াত : ৯-১১

Leave a Reply