নবী নিছক সতর্ককারী
কাজেই হে নবী এমন যেন না হয়, তোমার প্রতি যে জিনিসের ওহি করা হচ্ছে তুমি তার মধ্য থেকে কোনো জিনিস (বর্ণনা করা) বাদ দেবে এবং এ কথায় তোমার মন সঙ্কুচিত হবে এ জন্য যে, তারা বলবে, ‘এ ব্যক্তির ওপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কেন’ অথবা ‘এর সাথে কোনো ফেরেশতা আসেনি কেন?’ তুমি তো নিছক সতর্ককারী। এরপর আল্লাহই সব কাজের ব্যবস্থাপক। – সূরা হুদ, আয়াত-১২