সূরা ইউনুস আয়াত : ৯৯-১০০

যারা আকল খাটায় না তাদের পরিণাম
তোমার প্রভু চাইলে বিশ্বে যারা আছে অবশ্যই সবাই ঈমান আনত। তবে কি তুমি মানুষকে ঈমান আনার জন্য বাধ্য করবে? আল্লাহর অনুমিত ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমান আনা সম্ভব নয়। যারা আকল খাটায় না আল্লাহ তাদের কালিমালিপ্ত করেন।
-সূরা ইউনুস, আয়াত : ৯৯-১০০

Leave a Reply