নিজের কল্যাণ ও ধ্বংস নিজের হাতে
হে মুহাম্মদ! বলে দাও, হে লোকেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সঠিক পথ অবলম্বন করবে তাদের সেই সঠিক পথ অবলম্বন তাদের জন্যই কল্যাণকর হবে এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্যই ধ্বংসকর হবে। আর আমি তোমাদের ওপর হাবিলদার হয়ে আসিনি।
-সূরা ইউনুস, আয়াত-১০৮