ঈদের নামাজ আদায়ের নিয়ম
অন্যান্য নামাজের সাথে ঈদের নামাজের পার্থক্য হলো, দুই রাকাতে অতিরিক্ত ছয়টি তাকবীর বলতে হয়।
প্রথম রাকাতে ছানা পড়ার পর অতিরিক্ত তিনটি তাকবীর বলবে।
প্রত্যেক তাকবীর বলার সময় দুই হাত কান বরাবর উঠিয়ে নাভীর নিচে না বেধে নিচের দিকে ছেড়ে দিবে।
তিনটি তাকবীর বলা শেষ হলে নাবীর নিচে হাত বাধবে।
আর দ্বিতীয় রাকাতে ক্বেরাতের পর অতিরিক্ত তিনটি তাকবীর বলবে একই নিয়মে তারপর চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে।
বাকী সব নিয়ম অন্য নামাজের মতই।